খেলা দেখছি, ক্রিকেট... ভারত পাকিস্তান। শেবাগ আউট হলো, পাশের বাড়ি থেকে উৎফুল্লতার আওয়াজ এলো। শচীন আউট হলো [রিভিউতে বাতিল] পাশের বাড়ি থেকে তীব্র হাত তালি! বুঝলাম, তারা পাকি সমর্থক।
আজকে খেলায় পাকিস্তান জিতলে নিশ্চিতভাবেই পাকি পতাকা নিয়ে মিছিল হবে ঢাকার রাস্তায়...
আচ্ছা, খেলার সঙ্গে যদি রাজনীতি না মেশায়, যদি দেশ রাজনীতি সব তুচ্ছই হয় আর ধর্মটাই বড় হয়, তাহলে তারা পতাকা নিয়ে কেন মিছিল করে? কোরআন শরীফ নিয়ে করে না কেন? আশ্চর্য হই
পাকি সমর্থক বাঙালি[!]রা পাক সমর্থনের পেছনে প্রধানত দুটো যুক্তি ব্যবহার করে
১) খেলার সঙ্গে তারা রাজনীতি মেশায় না
২) পাকিস্তানই একমাত্র মুসলিম ক্রিকেট পরাশক্তি
ঠিক আছে, মেনে নিলাম। খেলা আর রাজনীতিকে এক করলাম না, তাহলে বাবা তোমরা ধর্ম আর খেলাকে এক করো কোন যুক্তিতে?
মাতৃভূমি, পৈশাচিক গণহত্যা, নারকীয় গণধর্ষন সবকিছু দূরে সরিয়ে রাখা যায় ক্রীড়াসুলভ মানসিকতার কারণে, আর ধর্মের বেলায় সব মাফ!
খেলাটা কিসের? ধর্মের নাকি রাজনীতির?
উত্তর একটাই, রাজনীতির। ধর্মের জন্য কেউ খেলে না, আন্তর্জাতিক আসরে খেলার প্রথম এবং প্রধান উদ্দেশ্যটাই রাজনীতি।
এজন্যই খেলার আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। পতাকা ওড়ানো হয়। খেলায় জিতে পতাকা নিয়ে গোটা দল মাঠে দৌড়ায়, দর্শকেরা পতাকা নিয়ে নাচে। নিজ দেশের পতাকাকে সবার উর্ধ্বে তুলে ধরার জন্যই খেলা। এতো আয়োজন।
আবারো বলি... খেলায় খেলার চেয়ে রাজনীতিটাই মুখ্য... দেশটা আর দেশের পতাকাটাই মুখ্য... ধর্মের কোনো জায়গাই নাই এখানে। অতএব, খেলার সঙ্গে কিছু মেশাতে হলে রাজনীতিটাই মিশান, ধর্ম না
ধর্মের জন্য নামাজ পড়ুন, রোজা রাখুন, যাকাত দিন আর খেলার সঙ্গে রাজনীতি মিশান বেশি বেশি করে। তারপর পাকিস্তানের পতাকাটা ছুঁড়ে ফেলে দিন, বন্ধ করুন পাকিসমর্থন
আগাম ধন্যবাদ :)
...................................
ঢাকা
মার্চ ৩০, ২০১১
কবিতা: অনেক ভাল রেখেছো তুমি আমায়
২ মাস আগে