শুক্রবার, ১৪ নভেম্বর, ২০০৮

পণ্যধন্য

সেই পণ্য হতে ভালো লাগে খুব... দালালেরা যাকে বহুজনের কাছে বেচে। তফাত্ এই শুধু- বারবার বেচি কেবল নিজেকেই।

বিক্রি হয়ে হয়ে নিজেকে নিস্ব হতে দেখলে বড্ড আনন্দ হয়। মনে হয় বুঝি সুখ হলো খুব। শান্তি হলো খুব।

সুখে থাকুক পণ্যবাজার, গৃহীসন্তান আর গবাদিপশুরা।
আমি তবে পুণর্বার বিক্রির জন্য নিজেকে সাজাই। লেবাস পরি সুদৃশ্য মোড়কের।

বেছে নাও...

গরীবের ঘোড়ারোগ অথবা আমার ব্লগশখ

গরীবের ঘোড়া রোগের মতো আমারও ব্লগ বহিতে ইচ্ছা জাগিলো। এতো বোঝা বইতে পারি ব্লগের কি দোষ?
এটা কিভাবে করে, কি করিলে কি হয় তার কিছুই আমার জানা নেই। আন্দাজে পথ চলিতেছি।
দেখি কি হয়...

পরীক্ষা আমি বরাবর ডরাই... তথাপিও এইটা আপাতত পরীক্ষামূলক ছাড়িলাম