সেই পণ্য হতে ভালো লাগে খুব... দালালেরা যাকে বহুজনের কাছে বেচে। তফাত্ এই শুধু- বারবার বেচি কেবল নিজেকেই।
বিক্রি হয়ে হয়ে নিজেকে নিস্ব হতে দেখলে বড্ড আনন্দ হয়। মনে হয় বুঝি সুখ হলো খুব। শান্তি হলো খুব।
সুখে থাকুক পণ্যবাজার, গৃহীসন্তান আর গবাদিপশুরা।
আমি তবে পুণর্বার বিক্রির জন্য নিজেকে সাজাই। লেবাস পরি সুদৃশ্য মোড়কের।
বেছে নাও...
স্মরণের প্রান্তরে আহমদ ছফা!
১ দিন আগে