অনেক বেশি আলসেমি হয়ে যাচ্ছে। অথচ প্রচুর কাজ জমে আছে। কেন আমার কিছু করতে ইচ্ছে করে না? অন্তত সপ্তাহখানেক পাগলের মতো কাজ করা জরুরী। সামনে অনেক কঠিন সময়।
কোলকাতা থেকে আসার পর খুব একটা কাজের নেশা উঠেছিলো, কিন্তু সুমনদের সাথে আড্ডার পর আবার কাজ জমে যাচ্ছে। নেট কানেকশন খুব স্লো ছিলো কয়েকদিন। তবু সারাদিন সেখানেই।
এখন এই পোস্টটা কেন দিচ্ছি জানেন?
কারণ ঠিক এই পোস্টটা শেষ করেই আমি কাজে বসবো। এটাকে উপসংহার বলতে পারেন। অন্তত এক সপ্তাহ কাজ করবো ঠিক পাগলের মতোই।
আগামীকালকে রিপোর্ট পেশ করতে আসবো এখানেই। দেখা যাক এর মধ্যে কাজ করতে পারি কী না...
আহমদ ছফার দুনিয়া
৩ সপ্তাহ আগে
1 টি মন্তব্য:
কাজ কি করা হয়েছিল ভাইয়া...
রিপোর্ট কোথা ??? :)
একটি মন্তব্য পোস্ট করুন