মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমাণ্ডার, বীর উত্তম মীর শওকত আলী মৃত্যুকে বরণ করেছেন। পত্রিকাগুলো বক্স কলাম করে সে সংবাদ ছাপছে। মুক্তিযুদ্ধে বীরত্ব, পরবর্তী রাজনৈতিক জীবন আর শেষ জীবনে সেক্টর কমান্ডার্স ফোরামের হয়ে যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের কথা লেখা হচ্ছে। তা পড়ে শ্রদ্ধায় সবার মাথাই নত হয়ে যাবে এই মহান বীরের স্মরণে।
কিন্তু কোথাও লেখা হচ্ছে না বা লেখা থাকছে না, জিয়ার আমলের অগুণতি মুক্তিযোদ্ধা সামরিক অফিসার হত্যাকাণ্ডে মীর শওকত আলীর ভূমিকাটুকু। অথচ সবাই জানে তখন জিয়ার দুটো ডানহাত, মঞ্জুর আর মীর শওকত। সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসার নির্মূল করার আয়োজনে মীর শওকতও কম কৃতিত্বের অধিকারী ছিলেন না। যদিও স্বার্থ হাছিলের পরে জিয়া দুজনকেই ছুঁড়ে ফেলে দেন, বদলি করে দেন ঢাকার বাইরে।
আমরা মীর শওকত আলীকে কীভাবে আর কোন ভূমিকায় মনে রাখবো? ভবিষ্যৎ প্রজন্ম তাকে কোন ভূমিকায় মূল্যায়ন করবে?
কবিতা: অনেক ভাল রেখেছো তুমি আমায়
২ মাস আগে
২টি মন্তব্য:
এক ড্রাম তথ্যেই মীর আলীর সব গুনাগুন ডুবে গেছে, এখান থেকে টেনে তোলাটা মনে হয় কোনদিন সম্ভব হবে না।
আবার তো নতুন করে গুনাগুন করা শুরু হইতেছে দেখতেছি... লোকজন এতো তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় কীভাবে!
একটি মন্তব্য পোস্ট করুন